আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
মুহাম্মদ আরফাত হোসেন,নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল, সৈয়দনগর ও জ্যৈষ্ঠপুরা এলাকায় লোকালয়ে আসা হাতির আক্রমণে ৩ জন নিহত হয়েছে। নিহতরা হলেন- মো. আবু তাহের মিস্ত্রি (৬৫), জাকের হোসাইন (৬৫) ও আবদুল মাবুদ (৬০)
রোববার (২৪ নভেম্বর) সকালে হাতির পৃথক আক্রমণের শিকার হন তারা। বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী গনমাধ্যমকে জানান, জমিতে কাজ করার সময় হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই তারা মৃত্যুবরণ করেন। হাতির দল আবাদি জমিতেও তাণ্ডব চালিয়েছে।