আজ ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
নিজস্ব প্রতিবেদক:
একুশে গ্রন্থমেলা ২০২০-এ হালের জনপ্রিয় তরুণ কলমসৈনিক এস এম মাসুদ রানা রচিত উপন্যাস ‘মেঘ’ পাওয়া যাচ্ছে। শিশু ও কিশোরদের জন্য রচিত বইটি পাওয়া যাবে নোলক প্রকাশীর ৫৮০ নাম্বার স্টলে।
ইতোমধ্যে এস. এম মাসুদ রানা প্রকাশিত কাব্যগ্রন্থ, উপন্যাস ও অন্যান্য বই পাঠকপ্রিয়তা পেয়েছে।খুব অল্প বয়সেই লেখালেখিতে হাতেখড়ি তরুণ এ কথার যাদুকরের। বাজারে তার বইয়ের কাটতিও বেশ।
আমাদের মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে লেখকের সত্যাশ্রয়ী উপন্যাস ‘মেঘ’ পাঠকদের মনোযোগ আকর্ষণ করবে বলে প্রকাশক অভিমত প্রকাশ করেছেন।একজন কিশোরের যুদ্ধে অংশগ্রহনের নানা চমকপ্রদ ঘটনাবলীকে কেন্দ্র করে এগিয়ে গিয়েছে গল্প। দেশপ্রেমের প্রশ্নে আপোষহীন গল্পের মূলচরিত্র কিশোর ও তার পার্শ্বচরিত্রগুলোর রক্ত শপথের চিত্রে চিত্রায়িত হয়েছে লেখকের ঋদ্ধ হাতে। মুক্তিযুদ্ধের প্রামাণ্য ঘটনাবলী মনোযোগী ও বইপ্রেমী পাঠককে নিয়ে যাবে ইতিহাসের গভীরে। জাগ্রত করবে পাঠকের দেশপ্রেম-এটি নিশ্চিত করেই বলা যায়।
এস. এম মাসুদ রানা জানান, “আমার স্বপ্নের একটি সৃষ্টি ‘মেঘ’ উপন্যাসটি। পাঠক সানন্দচিত্তে উপন্যাসটি গ্রহণ করবে বলেই বিশ্বাস রাখি।”