শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

নবগঠিত দক্ষিণ জেলা ছাত্রলীগের চন্দনাইশে মোটর বাইক শোভাযাত্রা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ মার্চ, ২০২০

নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ ঃ
নবগঠিত দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. মামুনের নেতৃত্বে মোটর বাইক শোভাযাত্রা চট্টগ্রামে চন্দনাইশ উপজেলার প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে। পরে উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক এম ওয়াহিদুজ্জামান চৌধুরী’র কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
গতকাল ১৩ মার্চ বিকেলে নবগঠিত দক্ষিণ জেলা কমিটির সহ-সভাপতি মো. মামুন সম্পাদকীয় পদে নেতা রিজোওয়ান মো. কপিল, আবদুল মজিদ মিটু, শাখাওয়াত হোসেনসহ জেলা নেতৃবৃন্দের সমন্বয়ে এক মোটর বাইক শোভাযাত্রা উপজেলার মোজাফফরাবাদ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক এম ওয়াহিদুজ্জামান চৌধুরী’র কবরস্থানে গিয়ে শেষ হয়। সেখানে তারা কবর জিয়ারত ও মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় তাদের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন নজরুল ইসলাম তালুকদার, যুবলীগ নেতা মো. আমির চৌধুরী, রেজাউল করিম রেজা, আবদুল নুর তুষার, আজিজুল হাকিম খোকা, মো. জিয়াদ, মো. রবিউল, মো. জামিল হোসেন, মো. হারুন, গিয়াস উদ্দীন শিবলু, আরিফুল ইসলাম পাবেন, মো. খোরশেদ আলম, মো. রিয়াদ, মহিউদ্দীন, মিনহাজ উদ্দীনসহ অর্ধশতাধিক মোটর বাইক নিয়ে শতাধিক নেতাকর্মী এ শোভাযাত্রায় অংশ নেয়। এসময় তারা উপজেলার মোজাফফরাবাদ থেকে শোভাযাত্রাটি শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ মেষে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এম ওয়াহিদুজ্জামান চৌধুরীর কবরস্থানে গিয়ে শেষ হয়। পরে তারা কবর জিয়ারত শেষে কবরে পুস্পস্তবক অর্পনের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

এসময় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে খুব শীঘ্রই উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠনের মধ্যদিয়ে ছাত্র রাজনীতিকে সুসংগঠিত করার অঙ্গিকার ব্যক্ত করেন। সেই সাথে দক্ষিণ জেলার সকল সংসদ সদস্য, দক্ষিণ জেলা আ’লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। (ছবি আছে)