শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

চন্দনাইশে বিদেশ ফেরত একজনকে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে নমুনা সংগ্রহ

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৮ মার্চ, ২০২০

নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বিদেশ ফেরত এক প্রবাসীকে করোনা আক্রান্ত সন্দেহে পরীক্ষার জন্য চট্টগ্রাম ফৌজদারহাটে বিআইটিআইডি (বাংলাদেশ ইন্সটিটিউট অভ ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেজ)-এ পাঠানো হয়েছে। নমুনা সংগ্রহ শেষে তাকে বাড়িতে সম্পূর্ণ হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ প্রদান করা হয়েছে।

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন হাসান চৌধুরী বলেন , বিদেশ ফেরত ব্যক্তিকে সন্দেহভাজন হওয়ায় তাকে পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। সেখানে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এখনো পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি। তিনি আরো বলেন , বর্তমানে চন্দনাইশ উপজেলায় বিদেশ ফেরত ৮৫ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে এবং প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে জনগণকে সচেতন করা হচ্ছে। প্রত্যেক জনগণকে সরকারি নির্দেশনা মেনে বাইরে ঘোরাফেরা না করে ঘরে অবস্থান করার আহ্বান জানান। এছাড়া চন্দনাইশে বিভিন্ন দেশ থেকে বিদেশ ফেরত প্রবাসীদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে ইতিমধ্যে ওয়ার্ডভিত্তিক র‌্যাপিড রেসপন্স টিমও গঠন করা হয়েছে বলে জানান। উক্ত টিমের সদস্যরা বিভিন্ন দেশ থেকে আসা বিদেশ ফেরত বাকি প্রবাসীদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে কাজ করছেন।