মো.আমিনুল ইসলাম রুবেল, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম: বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান ও মহাসচিব এম এ মতিন এক বিবৃতিতে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন-বৈশ্বিক সমস্যা করোনা ভাইরাসের কারণে আজ শান্তির জনপদ শংকা আর সংকটে। জীবন বিপন্নের আশংকায় মানুষ ঘর বন্দি। দূর্বিষহ হয়ে উঠছে প্রতিটি ক্ষণ। বন্ধ হয়ে গেছে আয়ের সমস্ত পথ। বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও দিন মজুরেরা কঠিন সময় অতিবাহিত করছে। আয় বন্ধ হয়ে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছে। লাজ-লজ্জার ভয়ে কাউকে বলার সুযোগও নেই। অন্যদিকে শহর/নগরে বসবাসকারীদের জন্য বাসা ভাড়াটা মরার উপর কড়ার ঘা’র মত।
এমতাবস্থায় দেশ ও জাতি এবং সার্বিক বিষয় বিবেচনা করে বাড়ীওয়ালা মালিক পক্ষকে অন্তত একমাসের বাসাভাড়া মওকুফ করানোর ঘোষণা, অন্তত ৩ মাসের বিদ্যুৎ, পানি ও গ্যাস বিল মওকুফের পাশাপাশি অন্তত একমাসের বাসাভাড়া মওকুফ করার ব্যবস্থা করার জোর দাবী জানিয়েছেন। নেতাদ্বয় সাথে সাথে সংগতকারণে জমিদারদের উপর থেকে এক বছরের হোল্ডিং ট্যাক্সও মওকুফ করার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন।