শুক্রবার, ৩১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -|- ১৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ১লা শাবান, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

হে অচেতন, হও সচেতন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০

 

মোঃ সাকিল ইমতিয়াজ

এখন কেন ব্যাস্ত মশায়,

এতদিন তো ছিলে খেল তামাশায়।

আকাশে শূন্যতা বাতাসে বিষন্নতা,

সূর্যে আতঙ্ক চন্দ্রে জলাতঙ্ক।

হে অচেতন হও সচেতন,

আল্লাহর বিধান মেনে নাও।

ফিরে এসো ক্ষমা চাও,

খেল তামাশা ছেড়ে দাও।

মহান স্রষ্টার আছে শক্তি,

ধরো ধৈর্য, পাবে মুক্তি।