রুদ্র অয়ন
অজানা পথের বাঁকে
আজ আবার হঠাৎ
দেখা হয়ে গেল ;
অনেক বছর পরে।
কোনো এক বোশেখে
প্রথম হয়েছিল দেখা,
বর্ষায় প্রণয়িনী
সেজেছিলে আমার।
তারপর…
হৃদয় ভেঙে গিয়েছিলে চলে!
আজও এক বোশেখ দিন
পথের বাঁকে
দাঁড়িয়ে আছি
গন্তব্যহীন এক পথের সন্ধানে।
তুমি পাশ কেটে যেতেই
আবার থমকে গেলে!
একটা চেনা গন্ধ
তোমার ভেতর বাহির
তোলপাড় করে দিলো হয়তো!
তুমি ঘুরে তাকাতেই
আমি মনের অজান্তেই
বলে ফেললাম-
আমি গো,
আমিই তোমার বুনোফুল।
নিজেকে সামলে
এগিয়ে আসতে চাইলে যেন!
ততক্ষণে গাড়ি এসে গেছে
আমি ওঠে পড়লাম গন্তব্যের যাত্রায়।
তুমি হয়তো দাঁড়িয়ে থাকবে
আমার ছায়া না মেলা অবধি।
হাত বাড়িয়ে ডাকতে
গিয়েও পারছোনা ডাকতে।
ততক্ষণে মনে পড়ে
গেছে হয়তো ;
আমি তোমার
ফেলে যাওয়া বুনোফুল।
একদিন তুমি
বুনোফুলের মতো আমায়
পথেই কুড়িয়ে নিয়েছিলে ;
অতঃপর পথেই গেছো ফেলে।