শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

সৌদি প্রবাসীর এক হৃদয়বিদারক ফেসবুক স্ট্যাটাস

প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ এপ্রিল, ২০২০

অনলাইন ডেস্ক:

প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাসে দেশসহ সারাবিশ্ব স্থবির, এ অবস্থায় কেমন আছেন প্রবাসীরা ?

বর্তমান সারাবিশ্বে ইউরোপ আমরিকা ও মধ্যপাচ্য সহ প্রায় অর্ধকোটির অধিক বাংলাদেশী অবস্থানরত আছেন যার সিংহভাগ সৌদি আরবে।

সৌদি আরবের করোনা পরিস্থিতি ভয়াবহতার কারণে বিগত একমাস যাবত চলছে লকডাউন, কর্মহীন ঘরবন্দী হয়ে আছে সকল প্রবাসী।

কতটুকু অসহায় হলে এমন হৃদয়বিদারক স্ট্যাটাস দেয় একজন প্রবাসী!
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মোহাম্মদ এসকান্দর হোসাইন নামের এক সৌদি প্রবাসী তার ফেসবুকে হৃদয়বিদারক পোস্টের মাধ্যমে প্রবাসীদের অসহায়ত্ব প্রকাশ করেন।

তার ফেসবুক পোস্টি হৃদয়ে চট্টগ্রমের পাঠকদের জন্য হুবাহু তুলে ধরা হল:

সৌদি আরবের অবস্থা ভয়াবহ প্রতিদিন বহুলোক মারা যাচ্ছে। আমি মক্কায় থাকি যে কোন সময় করোনায় আক্রান্ত হয়ে মারা যেতে পারি। যদি আমি মারা যায় তাহলে আমার পাসপোর্ট টা আমার কফিনের উপর দিবেন কারণ আমি প্রবাসী। আমার বাবা নেই, মা কে কিছু বলবেন না কারণ তিনি আমার মৃত্যু সহ্য’ করতে পারবেন না। বোনকে বলবেন আমি ঘুমিয়ে গেছি। ভাইকে বলবেন আমি অনেক চেষ্টা করেও হেরে গেছি। সন্তানকে বলবেন আমি তাদের জন্য খেলনা আনতে গেছি আর আমার ভালোবাসা কে বলবেন আমি জন্মেছি মৃত্যুর জন্য।