আজ ২৫শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ || ১১ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
মোঃ শহীদুল ইসলাম: পৃথিবীতে যখন করোনা নামক এই মহামারী দুর্যোগ ঠিক এই মুহূর্তে আগুনে পুড়ে ছারখার ১৫টি পরিবার।
শুক্রবার (১ মে) সকাল ৭ টার দিকে দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর গ্রামের সাধুর দোকান এলাকার শীল পাড়ায় ১৫ টি ঘর আগুনে ভস্মীভূত হয়েছে।
প্রত্যক্ষদর্শী গোপীনাথ চক্রবর্তী জানান, সকালে আসন ঘরে মোমবাতির আগুন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এবং সেখান থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন বিভিন্ন দিকে ছড়িয়ে যায়। তৎক্ষণাৎ আশেপাশের বেশ কয়েকটি বাড়িতে আগুন লেগে যায়।
মদন সুশীল নামের এক ক্ষতিগ্রস্ত ব্যক্তি জানান, আমার মেয়ের বিয়ের জন্য ২ লক্ষ টাকা ও কিছু স্বর্ণালংকার ও আসবাবপত্র রেখেছিলাম। কিন্তু আগুনে পুড়ে ছাই হয়ে যায় আমার শেষ সম্বলটুকু।
সাতকানিয়া ফায়ার সার্ভিসে ফোন করলে স্টেশন অফিসে কর্মরত হুমায়ুন কবির বলেন, ” অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে একটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। এলাকাবাসী ও আমাদের ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করি। ১৫ টি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে । আমরা এখনো সঠিক ভাবে বলতে পারছিনা ক্ষয়ক্ষতি পরিমান । তবে এই মূহুর্তে সরেজমিনে আমরা যা দেখেছি বেশ ক্ষয়ক্ষতি হয়েছে,যা করোনাভাইরাস এর সময় তাদের ক্ষতি অপূরণীয়।