শুক্রবার, ৩১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -|- ১৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ১লা শাবান, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

করোনা- প্রমোদ রঞ্জন বড়ুয়া

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ মে, ২০২০

ভয়াল তাণ্ডব করোনা মহামারীর আজ গোটা বিশ্বজুড়ে,

দিশেহারা নিরুপায় বিপন্ন মানুষ কাঁদছে একই সুরে।

ধনী গরীব জাতি ধর্ম সবাইরে মারছে ছোবল ,

দিন মাস যত যায় নিয়ত হচ্ছে প্রবল।

 

থামার কোন লক্ষণ নেই ধরছে শুধু নবরূপ,

ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী কেউই বুঝতে নাড়ে স্বরূপ।

চারিদিকে শুধু দেখা যায় সবকিছুর সীমাহীন ছন্দপতন,

পুত্রশোকে উন্মাদ মমতাময়ী জননী খুঁজছে হারানো রতন।

মৃত্যুর মিছিলে সামিল লাখোপ্রাণ কে দেবে সান্ত্বনা,

অবাক পৃথিবী দেখেনি কখনো এহেন নির্মম যাতনা।

 

বিশ্বে ত্রাহিভাব রাস্ট্রের প্রধান করণীয় খুঁজিছে অবিরত,

কত চেষ্টা কত পরিকল্পনা চিকিৎসক বিজ্ঞানী গবেষণারত।

অসীম পঙ্কিলতার বিষবাস্পে বুঝি ধরিত্রী সহিতে নাড়ে,

হিংস্রমহামারী সর্বত্র হানা দিচ্ছে সহজে নাহি ছাড়ে।

তবু ফিরে পায়না চেতনা মোহগ্রস্ত সব অন্ধজন,

দুঃখের সাগরে ভাসে শুধু করে না সাধন-ভজন।

 

আত্মশুদ্ধি আজ সকলের মহামুক্তি নহে অন্য পথ,

ধর্মই হতে পারে রক্ষাকবচ নেবো দৃঢ় শপথ।

অন্যায়ের পথ হোক পরিহার সত্যেরপথ সবে ধরি,

মৈত্রীর ঢালা হাতে নিয়ে মোরা শুচি-শুভ্রজীবন গড়ি।

✍ প্রধান শিক্ষক, জোয়ারা বিশ্বম্ভর চৌধুরী উচ্চ বিদ্যালয়, চন্দনাইশ, চট্টগ্রাম।