শুক্রবার, ৩১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -|- ১৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ১লা শাবান, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

করোনা যোদ্ধা: প্রমোদ রঞ্জন বড়ুয়া

প্রকাশিত হয়েছে- বুধবার, ৬ মে, ২০২০

সারা বিশ্ব আজ রণক্ষেত্র রণসাজে যোদ্ধার দল,

ডাক্তার স্বাস্থ্যকর্মী পুলিশ সাংবাদিক একই কাতারে সকল।

শত্রু করোনার প্রচণ্ড আঘাত হত আহত লক্ষজন,

অকুতোভয় যোদ্ধারা সব লড়ছে যুদ্ধের ময়দানে প্রতিক্ষণ।

 

শত্রু নিধনে সদা তৎপর বাঁচাতে নিরস্ত্র জন,

কোথায় পরিবার কোথায় পরিজন বিপন্ন নিজের জীবন।

মুখে হাসি দৃঢ় মনোবল বাহুতে অসীম শক্তি,

পিছন ফিরে নাহি চায় দুরন্ত দুর্বার গতি।

 

করোনা কেড়ে নিচ্ছে আজি শিশু প্রবীণের প্রাণ,

পুরুষ মহিলা টগবগে তরুণ তারই কাছে সমান।

মর্গে পরে আছে লাশ নেবে না আত্মীয়-পরিজন,

পুলিশ এসে সৎকার করে সাহস ভরা দেহ-মন।

 

তীব্র বেগে ছুটে সংবাদকর্মী সিক্ত বদন নোনাঘামে,

কার ঘরের প্রদীপ নিবিল জানাতে তরা গণমাধ্যমে।

হঠাৎই বার্তা চিকিৎসকের মোবাইলে ছোট্ট সোনামণির জ্বর,

শতরোগী শুয়ে আছে সম্মুখে তারা নহে পর।

 

হাসপাতালের বিছানায় কাতরায় মুমূর্ষু কাছে নেই স্বজন,

চিকিৎসায় যত্নে বাঁচাতে হবে চেষ্টা করে প্রাণপণ ।

মানবতার শ্রেষ্ঠ প্রতীক করোনাযোদ্ধা জাতিকে করেছ ঋণী,

তব বিজয়কেতন উড়িছে আকাশে বাতাসের কাছে শুনি।

হাজারো সালাম বীরসেনা মোদের করোনাযুদ্ধে কাটাও দিন,

জাতির কাছে ত্যাগের স্মৃতি রবে চির অমলিন।

 

লেখক: প্রমোদ রঞ্জন বড়ুয়া (প্রধান শিক্ষক,জোয়ারা বিশ্বম্ভর চৌধুরী উচ্চ বিদ্যালয় , চন্দনাইশ, চট্টগ্রাম)