শুক্রবার, ৩১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -|- ১৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ১লা শাবান, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

রহিম রাহমান

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ মে, ২০২০

রুদ্র অয়ন

আকাশ পাতাল সৃষ্টি তাঁর
সৃষ্টি চাঁদ সূর্য তারা,
তাঁর ইশারায় রাত্রি দিন
আলোকিত বসুন্ধরা। 
 
তাঁর আদেশে আকাশ মাঝে
ভেসে বেড়ায় মেঘ,
তাঁর ইশারায় বিশ্ব জগৎ
বায়ুর গতিবেগ। 
 
নদীর বুকে কলতান আর
পাখির মুখে গান?
সকলি তাঁর করে প্রসংশা
প্রার্থনায় মহীয়ান। 
 
সবুজ শ্যামল গাছ আর
ফসল তাঁর দান,
তিনিই আল্লাহ তিনি রব
রহিম রাহমান।