শুক্রবার, ৩১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -|- ১৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ১লা শাবান, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

সময় এখন মানব সেবার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ মে, ২০২০

সময় এখন মানব সেবার

মুহাম্মদ বোরহানউদ্দীন

সৃষ্টির সেরা মানুষগুলো আজ দিশেহারা, “নোবেল করোনা ভাইরাস”! নামক একটি ক্ষুদ্র জীবাণু বিশ্ববাসীকে আজ অবাক করে দিয়েছে। একই সাথে অবাক করে দিয়েছে জ্ঞানী-বিজ্ঞানি সবাইকে। কেউ আর এ জীবাণু কে আটকাতে পারছে না। এমন সময় সাধারণ মানুষের মধ্যে চলতে শুরু করেছে অভাবের তাড়না।এক দিকে করোনার ভয়,অপরদিকে বেঁচে থাকার গড়াই। যেখানে বিশ্ব করোনার ভয়ে গৃহবন্দী, সেখানে কেমন করে আমাদের দেশের নিম্ন ও নিম্নমধ্য মানুষগুলো বেঁচে থাকার স্বপ্ন দেখবে? এটা আজ বড় একটি প্রশ্ন সাধারণ মানুষের কাছে।

মানুষ মানুষের জন্য, আজকে আমাকে আপনাকে এগিয়ে আসতে হবে মানব সেবায় নিবেদিত হওয়ার জন্য। আজ আমাদের উচিৎ সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাড়ানো। কে কোন দলের, কে কোন মতের সেটা এখন আর দেখার সময় নেই। এখন সময় নিজের পরিচয় তুলে ধরার, মানুষের পাশে থেকে নিজের বিবেক-বুদ্ধির পরিচয় তুলে ধরতে হবে।এখন সবার কাছে উন্মোচন হবে কে মানুষ আর কে অমানুষ।

প্রিয় দেশবাসি, আসুন আমরা সবাই নিজেদের জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিই। মানুষ বাঁচলে তবেই তো বাঁচবে পৃথিবী। আল্লাহ আমাদের ধন-সম্পদ, শক্তি, সামর্থ্য দিয়ে পরীক্ষা করেন। আজকে যদি আমরা মানুষের উপকারে আসতে পারি, নিশ্চয়ই আল্লাহ আমাদের তার বিনিময় দেবেন।প্রকৃতপক্ষে আল্লাহই আমাদের সকল কিছুর মালিক। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। সবাই যেখানে থাকবেন সাবধানে থাকবেন। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমিন।

 

 

 

লেখকঃশিক্ষার্থী।
শাকপুরা কামিল মাদ্রাসা।
বোয়ালখালী, চট্টগ্রাম।