শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

টি-টোয়েন্টিতে মাশরাফিকে ফেরাতে ব্যর্থ পাপন!

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন। গত বছরের এপ্রিলে শ্রীলঙ্কার মাটিতেই ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেন মাশরাফি। যেখানে ম্যাচের আগে তিনি ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাট থেকে নিজেকে অবসরের ঘোষণা দেন।

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সামনে শ্রীলঙ্কা-ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। আর সেই সিরিজের নাম দেয়া হয়েছে নিদাহাস ট্রফি। আর সেই সিরিজকে সামনে রেখে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে টি-টোয়েন্টি দলে ফেরানোর জন্য চেষ্টা চালায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

কিন্তু অবসর ভেঙ্গে টি-টোয়েন্টিতে ফিরবে না মাশরাফি। আর সেই মাশরাফিকে ছাড়াই আসন্ন নিদাহাস ট্রফির জন্য দল ঘোষণা করে বাংলাদেশ। দল ঘোষণার সময় টি-টোয়েন্টিতে মাশরাফির ফেরা নিয়ে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, ‘মাশরাফী সম্পূর্ণভাবে ‘না’ করে দিয়েছেন ফেরার ব্যপারে।’

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে তাকে বলেছিলাম ফেরার জন্য। সে কোন ইচ্ছে প্রকাশ করেনি। এবারও তার কাছে খবর পাঠানো হয়েছে এবং মিডিয়ার মাধ্যমে জেনেছে। আমার জানা মতে সে সম্পূর্ণভাবে ‘না’ করে দিয়েছে যে সে ফিরতে ইচ্ছুক না। সেই জন্য মাশরাফীকে আমরা চিন্তা করিনি।’