আজ ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল পাঠক ও কালাকৌশলীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “হৃদয়ে চট্টগ্রাম” এর সম্পাদক ও প্রকাশক এস,এ,বাবু এবং ব্যবস্থাপনা পরিচালক এমএহামিদ।
“হৃদয়ে চট্টগ্রাম” এর সম্পাদক ও প্রকাশক এস,এ,বাবু বলেন, পবিত্র রমজানের কঠোর সিয়াম সাধনার মাস পেরিয়ে আসে ঈদ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। এবার ঈদ এলো ব্যাতিক্রম এক পরিবেশে। সারা বিশ্ব আজ ভয়ানক ও শক্তিশালী জীবানু কোভিড ১৯ তথা করোনা নামক এক ভাইরাসের সাথে লড়াইয়ে। এবারের ঈদে আমাদের চিরাচরিত কোলাকোলি, করমর্দন, আত্মীয় স্বজনের বাড়ীতে বেড়াতে যাওয়া, বন্ধু বান্ধব মিলে ঘুরতে যাওয়া এসব রীতি পরিহার করতে হবে। পারস্পরিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে চলাই আমাদের প্রধান হাতিয়ার।
তিনি আরোও বলেন, পরম করুনাময় আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে মানুষ যেন অচিরেই স্বাভাবিক জীবন ফিরে পায়। সর্বপোরি সচেতনতা ও পারস্পরিক দুরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে ঈদ উল ফিতর পালন করার আহ্বান জানান।
“হৃদয়ে চট্টগ্রাম” ব্যবস্থাপনা পরিচালক এমএহামিদ বলেন, বিশ্বজুড়ে চলমান কোভিট-১৯ করোনা ভাইরাস মহামারিতে একমাস সিয়াম সাধনার পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর সকলের জীবনে নিয়ে আসুক আনন্দের বার্তা। দেশের ক্লান্তিলগ্নে একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে ঈদ উদযাপন করার প্রত্যাশা আমাদের।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় মহান সৃষ্টিকর্তা আল্লাহর উপর ভরসা রেখে সবাইকে ঐক্য বদ্ধভাবে স্বাস্থবিধি ও সরকারী নির্দেশনা মেনে নিরাপদে থেকে এবারের ঈদ উদযাপনের অনুরোধ করে বার্তা প্রদান করেন।
মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পবিত্র ঈদের নামাজ পরে একে অপরের জন্য দোয়া করার আহবান সহ সকলের জন্য দোয়া চেয়েছেন হৃদয়ে চট্টগ্রাম কৃর্তপক্ষ। সেই সাথে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানানো হয়।