শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

নিদাস ট্রফির জন্য দল ঘোষনা করল বাংলাদেশ

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮

নিদাহাস ট্রফির জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আঙুলের চোট কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান।

আজ বিকেল ৪টায় মিরপুরে এক সংবাদ সম্মেলনে ত্রিদেশীয় এই টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

সাকিব বাদেও দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ, কাজী নুরুল হাসান সোহান, ইমরুল কায়েস ও তাসকিন আহমেদ। সবশেষ টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন জাকির হাসান, মেহেদী হাসান ও আফিফ হোসেন।

স্বাগতিক শ্রীলঙ্কা, ভারত ও বাংলাদেশকে নিয়ে আগামী ৬ মার্চ শুরু হবে নিদাহাস ট্রফি। ১৮ মার্চের ফাইনালের আগে প্রত্যেক দল খেলবে চারটি করে ম্যাচ।

বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, আরিফুল হক, আবু জায়েদ রাহী ও রুবেল হোসেন।