জৈষ্ঠ্যের খরতাপে
বৃষ্টির পরশে
করোনার সব জঞ্জাল
তুমি ধুয়ে নিও
কোকিলের কুহুতানে
ফিরিয়ে দাও
শহুরের কোলাহল
হাজারো লোকের ভিড়
তুমি ফিরিয়ে দিও
কৃষাণের মুখে
ভাটিয়ালী গান
শিল্পীর কন্ঠে সুর
তুমি ফিরিয়ে দাও
অবাধ চলাফেরা
যেখানে নয় দন্ডাদেশ
কিংবা জরিমানা
তুমিই মহান কারিগর
সুনিপুণ হাতে গড়া
এ বিশ্ব তোমার
তুমিই স্রষ্টা
তুমি ফিরিয়ে দিও
কবিতায় প্রাণ
গায়কের কন্ঠে গান
সাংবাদিকের লেখনীতে প্রাণ
তুমিই মহান
তুমিই বিশ্ব মালিক
তোমার করুনায়
চেয়ে আছে বিশ্ব প্রাণ।
[আহমেদ আবু জাফর, সাধারণ সম্পাদক, বিএমএসএফ, ৪ জুন ২০২০]