আজ ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আনোয়ারা প্রতিনিধি:
আনোয়ারা উপজেলাধীন বটতলী শাহ মোহছেন আউলিয়া (রহঃ) উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অত্র বিদ্যালয়ের ২০০২ ব্যাচের প্রাক্তন ছাত্র এডভোকেট ইমরান হোসেন (বাবু)।
তিনি বটতলী গ্রামের কৃতি সন্তান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এম.পি’র সহকারী একান্ত সচিব। ভূমিমন্ত্রী’র সুপারিশক্রমে তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হোন।
তিনি ২০১৬ সালে উক্ত বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রামস্থ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাকোত্তর ডিগ্রী অর্জন করেছেন।
তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মাননীয় ভূমিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।