আজ ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার:
পটিয়া উপজেলার আলমদার পাড়ায় নূরানী তা’লীমুল কুরআন বোর্ড কর্তৃক পরিচালিত শায়খুল কুরআন আল্লামা ক্বারী বেলায়েত হুসাইন (রহ:) নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে ১মাস ব্যাপী আরবী ও ইংরেজি মুয়াল্লিম কোর্স এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আলমদারপাড়া বাইতুশ শরফ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাকসুদ আলম আলমদারের সার্বিক তত্ত্বাবধানে মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমদার পাড়া শাহ জব্বারিয়া তরুণ সংঘের সভাপতি রাশেদ ফারুক আলমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বায়তুশ শরফ কমপ্লেক্স সুপার মাওলানা সাইদুল হক,মাওলানা মোহাম্মদ আলী,আলমদার পাড়া বায়তুশ শরফ জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহিম,প্রশিক্ষণ মাওলানা মুফতি বেলায়েত হোসেন,মাওলানা মোহাম্মদ মাহাদী হাসান, আলমদার পাড়া বাইতুশ শরফ মাদ্রাসা সুপার মাওলানা মোহাম্মদ নসিম উদ্দীন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি বায়তুশ শরফ আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ওসমান। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন রাঙ্গামাটি বাইতু শরফ কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহমেদ।
প্রধান অতিথি রাশেদ ফারুক আলমদার বলেন,”আলমদার পাড়া বায়তুশ শরফ কমপ্লেক্স এলাকার কোমলমতি ছেলেমেয়েদের কে সঠিক দ্বীনি শিক্ষা দেওয়ার লক্ষ্যেই প্রতিষ্ঠা করা হয়েছে। তাই মাদ্রাসাটিকে সঠিক রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এলাকার সর্বমহলে সহযোগিতা কামনা করেন তিনি।”
প্রশিক্ষণ মাওলানা মুফতি বেলায়েত হোসেন বলেন, “এই কোর্সে অংশগ্রহণকারীদেরকে আরবী ও ইংরেজি ভাষার পাশাপাশি নূরানী শিক্ষার বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে।”
অনুষ্ঠানের শেষে সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।