আজ ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
অর্থঋন আদালত পদ্মা ব্যাংকের ৬০ কোটি টাকা ঋনের মামলায় ঋন খেলাপী উল্লেখ করে চন্দনাইশ উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জেসিকা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ এর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি, বিদেশ গমন নিষেধাজ্ঞা, সম্পতি ক্রোকের নির্দেশ দেন। জসিম উদ্দিন আহমেদ জানান যদিও তিনি ঋনখেলাপী নন। নির্বাচনী চক্রান্তের শিকার।পরবর্তী তে আজ ২৬ মে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হন।
তিনি জানান, ৬০ কোটি টাকা ঋন নেয়ার পর ২৮ কোটি টাকা ব্যাংকে পরিশোধ করেন। আজ বাকী ৩২ কোটি টাকা থেকে হাই কোর্টে ১৫ কোটি টাকার পে অর্ডার জমা করেছেন। এবং বিজ্ঞ মহামান্য আদালত জসিম উদ্দিন আহমেদ কে (অর্থ ঋন) আদালতের সকল মামলা আজ থেকে আগামী ৬ মাসের জন্য স্থগিত আদেশ করেন।
জসিম উদ্দিন আহমেদ এর সাথে কথা বললে তিনি জানান আমি ঋন খেলাপী নই, নির্বাচনী চক্রান্তের শিকার।
উল্লেখিত জসিম উদ্দিন আহমেদ ৬ষ্ঠ উপজেলা সাধারণ নির্বাচনের ৩য় ধাপের চন্দনাইশ উপজেলা নির্বাচনের একজন চেয়ারম্যান পদপ্রার্থী,তাঁর প্রতিক মোটরসাইকেল।