আজ ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ঈদ পুকুরিয়া এলাকার বিভিন্ন বয়সী সাত শতাধিক মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দিয়েছে দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক উপ-শহরখ্যাত দোহাজারী পৌরসভার একমাত্র অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘দোহাজারী ব্লাড ব্যাংক’।
গত সোমবার দোহাজারী পৌরসভার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঈদপুকুরিয়া সমাজ সেবা সংঘ’র অভিষেক ও মহান বিজয় দিবস উদযাপন, কবর খননকারী ও মসজিদের ইমাম মুয়াজ্জিনদের সম্মাননা প্রদান উপলক্ষে ঈদপুকুরিয়া দিদারের দোকান সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রক্তের গ্রুপ নির্ণয়কালে উপস্থিত ছিলেন- দোহাজারী ব্লাড ব্যাংক এডমিন মাঈনুদ্দিন, ওয়াহিদ রনি, মেহেরুল হাসান, সাইফুদ্দীন, কার্যকরী সদস্য মিজান, জাহেদ, দোলোয়ার, শিরীন সুলতানা, সহ-কার্যকরী সদস্য সাহেদ, হাবীব, অভি, ফাহিমুল হুদা।
পরে এলাকার ১০ জন কবর খননকারী ও মসজিদের ১০ জন ইমাম মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
‘ঈদপুকুরিয়া সমাজসেবা সংঘ’র সভাপতি আবু তৈয়বের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাবিবউল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- আকবর সেভেন গ্রপের সিইও মো. আকবর আলী। উদ্বোধক ছিলেন সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন- ইন্জিনিয়ার আমানত হোসেন, মাওলানা আহমদ হোসাইন আল কাদেরী, মাওলানা আনোয়ার হোসেন, মোহাম্মদ জাফর মাষ্টার।
এসময় ঈদপুকুরিয়া সমাজসেবা সংঘ’র নাজিম উদ্দিন, আরাফাত উদ্দিন, হেলাল উদ্দিন, জাহেদুল ইসলাম, রেজাউল করিম, আবদুল মজিদ, ওমর ফারুক, আবদুল হাদি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।