আজ ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) :রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে রাউজান উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভা ১৯ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি মাওলানা এম বেলাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি)মোঃ রিদুয়ানুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান নির্বাহী সদস্য মীর মোহাম্মদ আসলাম,শফিউল আলম,প্রদীপ শীল। বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাহী সদস্য এস এম ইউছুফ উদ্দিন,গাজী জয়নাল আবেদীন জুবায়ের,বর্তমান কমিটির সিনিয়র সহ সভাপতি এম রমজান আলী, সহ-সভাপতি শাহেদুর রহমান মোরশেদ, হাবিবুর রহমান, যীশু সেন,সিনিয়র সদস্য কামাল উদ্দিন হাবিবী, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী, আমির হামজা, সহ-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ,সাংগঠনিক সম্পাদক মোঃ আবিদ মাহমুদ,দপ্তর সম্পাদক রতন বড়ুয়া,অর্থ সম্পাদক আনিসুর রহমান,প্রচার ও প্রকাশনা সম্পাদক রয়েল দত্ত। উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে স্বাধীন গণমাধ্যম। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমে সমাজের অন্যায়-অসংগতি ফুটে উঠে। পাশাপাশি একটি ভালো সু-সংবাদে সমাজ, রাষ্ট্রের ভাবমূর্তি উজ্জ্বল হয়।
তিনি রাউজান প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের উপজেলার গৌরবময় ইতিহাস-ঐতিহ্য বিশ্বদরবারে তুলে ধরার আহবান জানান।
এরআগে সোমবার প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।