আজ ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে আজ বুধবার (১৫ মে) দেশে ফিরবেন বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেতু বিভাগের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শেখ ওয়ালিদ ফয়েজ বলেন, ওবায়দুল কাদের বর্তমানে স্বাভাবিক হাঁটাচলা করতে পারছেন এবং নিয়মিত ব্যায়াম করছেন। চিকিৎসকদের পরামর্শেই এখন দেশে ফিরছেন তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ০৮৫ নম্বর ফ্লাইটে আজ ১৫ মে সম্ভাব্য বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে।
প্রসঙ্গত, শ্বাসজনিত সমস্যার কারণে ওবায়দুল কাদেরকে গত ৩ মার্চ ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। এরপর, তার ধমনীতে তিনটি ব্লক ধরা পড়লে তাকে পরবর্তী চিকিৎসার জন্যে সিঙ্গাপুরে নেওয়া হয়। গত ২০ মার্চ সেখানে তার বাইপাস সার্জারি হয়।