আজ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
বিশেষ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাবনা এক্সপ্রেস বাসের সঙ্গে একটি লেগুনার সংঘর্ষে নয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। রবিবার দুপুর ১টার দিকে উল্লাপাড়ার বোয়ালিয়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই লেগুনার যাত্রী বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আটজন এবং পরে আরও একজন মারা যান। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বলেন, হতাহতদের উদ্ধার ও যানজট নিরসনে কাজ চলছে পুলিশ। এ ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে তিনি জানান। ঘটনার পর ঢাকা-বগুড়া মহাসড়কের উভয়পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন ঈদে ঘরমুখো মানুষ। এর আগে সকালে সুনামগঞ্জে বাসের সঙ্গে সংঘর্ষে লেগুনার ছয় যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আটজন।