আজ ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
চট্টগ্রামের দোহাজারী পৌরসভাস্থ হাছানদন্ডি এলাকায় ইমামুল আউলিয়া আল্লামা ছৈয়দ মাওলানা জালাল আহমদ শাহ ও মাওলানা সুলতান আহমদ কামালী রহ: এর বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী( স:) ইফতার মাহফিল ও ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার হাছানদন্ডি দরবার শরীফে সুলতান ফাউন্ডেশন বাংলাদেশ এর আয়োজনে ও মাওলানা খোরশেদ আলম রেজবীর সভাপতিত্বে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে মোনাজাত পরিচালনা করেন জামিরজুরি রজবিয়া আজিজিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুফতি আহমদ হোসেন আল কাদেরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. এনামুল হক। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জকরিয়া। এই ছাড়াও উপস্থিত ছিলেন, মাওলানা মুনছুর আলম আল কাদেরী, আসিফ রায়হান কাদেরী। সুলতান ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান ছৈয়দ মাওলানা ইয়াছিন আলী সুলতানীর পরিচালনায় ও ছৈয়দ মোহাম্মদ হোছাইন এর সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি ইউছুপ আলী, মাওলানা মোস্তাফিজুর রহমান, নুরুল আলম আনছারী, ওয়ার্ড আ.লীগের সভাপতি মো.জিয়া, সাধারণ সম্পাদক শেখ বারেক, সিনিয়র সহ-সভাপতি আবদুর রহীম, যুবলীগের সভাপতি মো. আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক আলমগীর, সদস্য আরিফুল ইসলাম, মো. ইদ্রিস মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় সুলতান ফাউন্ডেশনের চেয়ারম্যান ছৈয়দ মাওলানা ইয়াছিন আলীর সুলতানীর নিজস্ব অর্থায়নে প্রতিবছরের মতো ৩য় ধাপে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
দ্বিতীয় অধিবেশনে ঈদে মিলাদুল নবী (সা:) শেষে আখেরি মোনাজাত শেষে তাবুলুক বিতরণ করা হয়।