আজ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
মুহাম্মদ আরিফুল ইসলাম(চকরিয়া,কক্সবাজার)
ধর্ষকদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সোচ্চার এলাকাবাসী–
চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ ইচাছড়ি নামক স্থানে আজিজনগর গার্লস স্কুলের ৬ষ্ট শ্রেণীর মেধাবী ছাত্রী তোহা,কে এলাকার কিছু বখাটে ও ইয়াবা ব্যবসায়ীযুবক মিলে গণধর্ষনের বিষয়টি সত্যি বিবেককে নাড়া দিয়েছে।
দেশে চলমান গণধর্ষকদের লালসার শিকার হলো এ ছোট মেয়েটি! আজ সমাজেে মানবতা আর নিরাপত্তা কোথায় হারিয়েছে, যেখানে বৃদ্ধ আর প্রতিবাদে অক্ষম পিতার সামনে তার ছোট মেয়েটিকে জোর করে ধর্ষন করে সমাজের কিছু মানুষরুপী জানোয়ার।
১৬জুলাই দিবাগত রাতে তোহার বাড়ীর দরজা ভেঙ্গে প্রবেশ করে একই এলাকার সাবের আহমদের পুত্র অাসিফ (২৫), মুছা সওদাগরের পুত্র মোঃ হেলাল (৩২) সহ আরো তিনজন।তোহাকে বাড়ীতে না পেয়ে তার বৃদ্ধ বাবাকে মারধর করে শেষে তোহার অবস্থানের ঠিকানা নিয়ে সেখানে গিয়ে বাড়ীর দরজা ভেঙ্গে পরিবারের লোকজনকে মারধর করে পার্শ্ববর্তি হায়দারঘোনা পাহাড়ে নিয়ে আসিফ,হেলাল সহ ৫জনে গণধর্ষন করে পালিয়ে যায়।
মেয়েটিকে মারাত্বকভাবে আহত অবস্থায় উদ্ধার করে চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়।
ঘঠনার প্রতিবাদে ধর্ষকদের সর্বাবোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে আজিজনগর গার্লস স্কুল।এতে শিক্ষক,ছাত্র/ছাত্রী, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিসহ গণমাধ্যাম কর্মিরা অংশ নিয়েছেন।
তবে ধর্ষিতা ও এলাকাবাসীর অভিযোগ স্হানীয় আওয়ামীলীগ নেতারা প্রভাব খাটিয়ে ঘঠনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছেন।
তবে এ ব্যাপারে ওয়ার্ড আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারন সম্পাদক আবুল কালাম কোং,র নিকট জানতে চাইলে তিনি জানান ধামাচাপা দেয়ার বিষয়টি বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি ধর্ষকদের সর্ব্বোচ্চ শাস্তির ব্যাপারে আওয়ামীলীগের সর্বাত্বক সহযোগিতা থাকবে বলে জানান।
মুলত প্রেমের প্রস্থাবে রাজী না হওয়ায় এ ঘঠনা ঘঠিয়েছে বলে জানান ধর্ষিতার পরিবার।
এমন জঘণ্য ঘঠনার দৃষ্টান্তমুলক সর্ব্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক এ দাবি সকলের।
মানববন্ধনের বক্তরা বলেন, আসুন সবাই মিলে ধর্ষিতার পাশে দাড়াই।না হয় চরম নিরাপত্তাহীনতায় থাকবে আমাদের ও পরিবার।