আজ ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ এরশাদ আলম,লোহাগাড়া চট্টগ্রাম:
চট্টগ্রামের লোহাগাড়া অটো টেম্পো ও বেবী টেক্সী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।
আজ ৩০ সেপ্টেম্বর (সোমবার) উপজেলার পদুয়া বাজারের দক্ষিণ পার্শ্বে ম্যারেজ পার্ক কমিউনিটি সেন্টারে
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণের মধ্যমে টানা দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন শওকত অালী শেখু।
তিনি গোলাপ ফুল মার্কায় পেয়েছেন ১৮৪ ভোট।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: ইউনুছ ছাতা মার্কায় পেয়েছেন ১১১ ভোট।
সহ-সভাপতি পদে মো: ফৌজল আজিম দোয়াত কলম মার্কায় ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হোসেন আলী অানারস মার্কায় পেয়েছেন ১৪৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে মোঃ রাশেদুল অালম বাই-সাইকেল মার্কায় ১৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: বেলাল হারিকেন মার্কায় পেয়েছেন ৮৬ ভোট।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে ছৈয়দ অাহমদ ঘড়ি মার্কায় ২০১ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচনে কমিটির ৩১৯ জন ভোটারের মধ্যে ২৯৫ জন সদস্য ভোট প্রদান করেন।
এসময় নির্বাচনে প্রিজাইডিং এর দায়িত্বে ছিলেন
চট্টগ্রাম আঞ্চলিক কমিঠির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম।
সার্বিক তত্ববধানে ছিলেন, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাষ্টার মোহাম্মদ মিয়া ফারুক।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন, সালেহ আহমদ, নির্বাচন পরিচালনা কমিটির সহকারী ছিলেনজাবেদ হোসেন টিপু,ইয়াকুব আলী
আব্দুল গফুর।
পর্যবেক্ষণ করতে আসেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু
ও দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান, দক্ষিণ জেলা কৃষকলীগের কুটির শিল্প বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম ভান্ডারী।
চট্টগ্রাম জেলা ট্রাক ও কভারভেন শ্রমিক ইউনিয়নের সহ-সাংগঠনিক সম্পাদক আবু তৈয়ব।
পদুয়া ট্রাক ও কভারভেন শ্রমিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ পারভেজ উদ্দিন। চরম্বা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হাজ্বী ফোরকান, চরম্বা ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আবুল কাশেম প্রমূখ।