আজ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ শহীদুল ইসলাম: ১৭ ই এপ্রিল শুক্রবার কুতুবদিয়ার অমজাখালী, মুরালীয়া,কৈয়ারবিল এর বিভিন্ন পয়েন্ট দিয়ে লক ডাউন না মেনে বেশ কয়েকজন ভোর বেলায় কুতুবদিয়া ঢুকে পড়েন। সংবাদ পেয়ে কুতুবদিয়া থানা পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে ১৮ জনকে নিজেদের হেফাজতে নেয় এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠায়।
আগত লোকজনের মধ্যে নয় জন বিভিন্ন বয়সি নারী রয়েছেন। তারা ঢাকা, চট্টগ্রাম, সাতকানিয়া, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন স্থান থেকে কুতুবদিয়ায় ঢুকে পড়েন। এদের অধিকাংশই গার্মেন্টস কর্মী বলে জানা যায়।
কুতুবদিয়া থানার এসআই মোসলেম উদ্দিন বাবলু এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিভিন্ন জায়গা থেকে অবাধভাবে লোকজন কুতুবদিয়া এলাকায় প্রবেশ করেন। কুতুবদিয়া এলাকার জনগণের নিরাপত্তার জন্য বিভিন্ন এলাকা থেকে আগত লোকজনকে প্রাতিষ্ঠানিক কেয়ারেন্টিনে রাখা হয়।