আজ ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
জুবাইরুল ইসলাম জুয়েল,কক্সবাজার জেলা প্রতিনিধিঃমঙ্গলবার (১৪ ডিসেম্বর) ভোর রাত সাড়ে ৩ টার সময় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) কক্সবাজার সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন)মো: আবু সালাম চৌধুরী প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করে জানান,
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ একটি আভিযানিক দল কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প বাজারে অবস্থানকালে,
একটি বিশেষ সুত্রে জানতে পারে য, ১৫ নং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল বারির ছেলে আশ্রিত রোহিঙ্গা আবুল মনজুর ইয়াবা কারবারি মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলেন,এই সংবাদের ভিত্তিতে,
র্যাবের উপস্থিতি টের পেয়ে সেই, অস্ত্রধারী পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় তাঁকে আটক করে, ব্যাপক জিজ্ঞাসাবাদে উপস্থিত সাক্ষীদের সম্মুখে সেই শিকার করেন যে, সে মাদক পাচারের পাশাপাশি অস্ত্র ও পাচার করেন বিভিন্ন জায়গায়।
পরে তার দেহ তল্লাশি করে ১ টি ওয়ানশুটাগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর জন্য উখিয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন র্যাব।