আজ ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
মো. নুরুল আলম, চন্দনাইশঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় কেন্দ্র চালু করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার পৌরসদর বাজারে এই কেন্দ্র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি)
ডিপ্লোমেসি চাকমা।
জানা গেছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখার বিষয়ে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় সুলভ মূল্যে ডিম ও সবজি বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হয়। এই উদ্যোগের লক্ষ্য, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করা এবং অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙা।
বিক্রয় কার্যক্রমটির উদ্বোধনের সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, উপজেলা কৃষি অফিসার আজাদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোহাম্মদ ফয়সাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের ছাত্র প্রতিনিধি ও সংগঠক,
মোহাম্মদ সাইফুল ইসলাম (রাব্বি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চন্দনাইশ ছাত্র প্রতিনিধি হাসনাত আবদুল্লাহ, স্থানীয় সাংবাদিক, উপজেলা প্রাণিসম্পদ ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মচারীবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও সাধারণ ভোক্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।
সুলভ মূল্যে বিক্রি হওয়া নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে রয়েছে- ডিম, শসা, লাউ, কাকরোল, মূলা, পেঁপে, বেগুন, বরবটি, কুমড়া, টমেটো, লালশাক, মরিচ ও চিচিঙ্গা।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা জানান, উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে প্রতিটি উপজেলা বাজারে এই ধরনের ব্যবস্থা চালু থাকবে। এছাড়াও, প্রতিটি হাট-বাজারে নিত্য পণ্যের দাম স্থিতিশীল রাখতে উপজেলা টাস্কফোর্স কমিটি বাজার মনিটরিং করেন।