আজ ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সনাতনী সম্পাদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে চট্টগ্রামে চন্দনাইশে অনুষ্ঠিত বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। পরিদর্শনকালে নেতৃবৃন্দ প্রতি বছরের ন্যায় এবারও সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করার জন্য উপজেলা প্রশাসন, চন্দনাইশে দায়িত্ব সেনাবাহিনীর কর্মকর্তা, থানা প্রশাসন, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিতরণ বিভাগ, আনসার ভিডিপি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও উপজেলার প্রতিটি মন্দিরে সভাপতি, সাধারণ সহ সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগীতার মাধ্যমে শারদীয় দূর্গা পূজা সম্পন্ন হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক বিষ্ণুযশা চক্রবর্ত্তী ও সদস্য সচিব কৃষ্ণ চক্রবর্ত্তীর নেতৃত্বে উপজেলার ২ টি পৌরসভা ও ৮ টি ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট তুষার কান্তি সিংহ হাজারী, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি উৎপল রক্ষিত, সাবেক সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী টিটো, আহবায়ক কমিটির সদস্য খগেন্দ্র নাথ, মাষ্টার বিকাশ দাশ, গোপাল কৃষ্ণ ঘোষ, রুপন সুশীল, কাউন্সিলর চিত্তরঞ্জন বিশ্বাস, রুপক কান্তি ঘোষ, দোহাজারী পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক সৈকত দাশ ইমন, চন্দনাইশ পৌরসভার সাধারণ সম্পাদক সাধন নাথ, পলাশ নাথ, বরকল ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি অজিত ব্যানার্জি, কাঞ্চনাবাদ ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি সুনিল চন্দ্র দে, বরমা ইউনিয়ন পূজা পরিষদের সাধারণ সম্পাদক পলাশ দেব নাথ, কাজল মিত্র, বাবু দাশ বাবলু, শিমুল পাল, দীপক মল্লিক প্রমুখ।