আজ ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:
১ম বারের মতো মহেশখালীর মাতারবাড়ীতে মহেশখালীর প্রত্যেক ইউনিয়নের হেফজ কোরআনের ৪৯জন শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল আন্ত-মহেশখালী তাহফিজুল কোরআন প্রতিযোগিতা৷
বড় মহেশখালী, কুতুবজোম, ছোট মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া, মাতারবাড়ী ও ধলঘাটা ইউনিয়নের প্রায় ৮০জন হেফজ কোরআন উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহন করেন৷ তিন গ্রুপের তিনজন করে মোট ৯জন বিজয়ীদের আর্থিক পুরস্কারসহ ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে বলে জানান আয়োজক কমিটি৷
২২ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকাল থেকে শরু হয়ে রাতব্যাপি চলে এ প্রতিযোগিতা৷ গ্রুপের মধ্যে ছিল ১০পারার ২৩জন, ১৫ পারার ১৫জন, ৩০ পারার ১১জন শিক্ষার্থীরা৷
মাওলানা মোহাম্মদ ফুরকান এর সঞ্চালনায় উক্ত অনুষ্টানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, আশরাফুল মতিন কোরআন কমপ্লেক্সের কেন্দ্রীয় প্রশিক্ষক হাফেজ মাওলানা আশরাফুল মতিন৷ আরো উপস্থিত ছিলেন মাতারবাড়ী আজিজিয়া মাদরাসার মুহাদ্দিছ হাফেজ মাওলানা নুরুচ্ছফা, মুফতি কামরুল হাসান ৷
৩০পারার ১ম বিজয়ী ১০,০০০ টাকা, ২য় বিজয়ী ৭,০০০টাকা, ৩য় বিজয়ী ৫,০০০ টাকা৷ ১৫পারার ১ম বিজয়ী ৭,০০০ টাকা, ২য় বিজয়ী ৫,০০০টাকা, ৩য় বিজয়ী ৩,০০০ টাকা৷ ১০ পারার ১ম বিজয়ী ৬,০০০ টাকা, ২য় বিজয়ী ৪,০০০টাকা, ৩য় বিজয়ী ৪,০০০ টাকা করে বিজয়ীদের প্রদান করবেন আয়োজক কমিটি৷
আয়োজক কমিটির হাফেজ কুদ্দুস মাহমুদ বলেন, কোরআনের পাখিদের সর্বোচ্চ সম্মান দেওয়ার স্বপ্ন নিয়ে আমাদের অগ্রযাত্রা৷ আগামীবারে আমরা আরো বৃহৎ পরিসরে উক্ত আয়োজন করার স্বপ্ন রয়েছে৷ দেশবাসির কাছে আমি দোয়া প্রার্থনা কামনা করছি৷