আজ ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার একমাত্র অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘দোহাজারী ব্লাড ব্যাংক’র ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়েছে বর্ণ্যঢ্য আয়োজনের মধ্য দিয়ে। এ উপলক্ষ্যে শুক্রবার (২৮ জুন) বিকালে হাজারী টাওয়ার চত্বরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পরে সন্ধ্যা ৭ টায় দোহাজারী প্রেসক্লাবে ৩য় বর্ষপূতি উপলক্ষে কেক কাটা শেষে সংগঠনের এডমিন এস.এম ওয়াহিদ রনির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির কার্যকরী সদস্য মোঃ কামরুল ইসলাম মোস্তফার সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন – বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ ইসলাম খান, দোহাজারী প্রেসক্লাব সভাপতি এম.এ রাজ্জাক রাজ, সাধারণ সম্পাদক এস.এম নাসির উদ্দিন বাবলু, সাতকানিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জাহেদ হোসাইন, আবুল কাশেম লেদু চেয়ারম্যান ফাউন্ডেশন সভাপতি আলহাজ্ব মোঃ লোকমান হাকিম, হাজারী টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী মোঃ হাছান, সাইফুল ইসলাম, সাংবাদিক ফয়সাল চৌধুরী, এম.এ হামিদ, মোঃ ওসমান গনি। আমন্ত্রিত অতিথিগণ দোহাজারী ব্লাড ব্যাংকের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, “সামাজিক অস্থিরতা ও নৈতিক অবক্ষয়ের এই যুগে মাদক ও নানা অসামাজিক কার্যকলাপ পরিহার করে নিজেদের অর্থ ব্যয় করে স্বেচ্ছাসেবামূলক কর্মকান্ড পরিচালনা করে সংগঠনটি অনন্য দৃষ্টান্ত স্থাপণ করে চলেছে।
ভবিষ্যতে সংগঠনটির যে কোন কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সংগঠনটির অন্যতম এডমিন মাইনুদ্দীন হাসান বলেন, “২০১৬ সালের ২৬ জুন ফেইসবুক গ্রুপ ভিত্তিক সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বিগত ৩ বছর যাবত মুমূর্ষু মানুষের জরুরী প্রয়োজনে রক্তদাতা সংগ্রহ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, মহাসড়কের বিভিন্ন বিদ্যালয়ের সামনে জেব্রা ক্রসিং অঙ্কন,রাস্তা মেরামত, পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ সহ স্বেচ্ছাসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।” অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির এডমিন, কার্যকরী, সহ-কার্যকরী ও শুভাকাঙ্ক্ষী প্যানেলের সদস্যবৃন্দ।