আজ ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শহীদ জিয়া স্মৃতি সংসদ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঈনুল আলম ছোটনকে আহ্বায়ক ও নাছির উদ্দীনকে সদস্য সচিব করে ৪১ সদস্যের কমিটি গঠন করা হয়।
গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন মন্ডল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। উক্ত
বিজ্ঞপ্তিতে আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়েছে। উক্ত কমিটিতে যুগ্ম আহ্বায়ক যথাক্রমে তৌহিদুল ইসলাম, মো. ওয়াহিদুল আলম, সাহাব উদ্দিন, ছৈয়দ নুর ও মজিবুর রহমান।
সদস্য করা হয়েছে মো. সাজ্জাদ, মো. নোমানুল হক, আবদুর রহিম, এসএম রিদুয়ান, হাবিবুর রহমান, ফরিদুল ইসলাম, সাইফুর রহমান, মো. আখতারুজ্জামান বাবলু, মো. ফজলুল করিম, সাদ্দাম হোসেন, মো. সৈয়দ নবী, জামাল হোসেন, মো. ইব্রাহীম চৌধুরী, ওবায়দুল হক রিকু, তালহা রহমান মুন্না, মো. সোহেল, জয়নাল আবেদীন, মো. সাহেদ হাবিলদার, মো. মঈনুদ্দীন, সরফ উদ্দীন, রবিউল হাসান সৌরভ, আবদুল জলিল, সাদ্দাম হোসেন, শহিদুর রহমান, মোজাম্মেল হক, ওয়াজ উদ্দীন, মো. সেলিম, মো. আকবর, মাকসুদুল হক রিপন, মো. নাছির উদ্দিন, মো. সুমন চৌধুরী, মফিজুর রহমান, মনিরুল ইসলাম ও সুমন বড়ুয়া।