আজ ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
মো. নুরুল আলম, চন্দনাইশ ঃ চট্টগ্রামস্থ চন্দনাইশ ছাত্র সমিতি’র উদ্যোগে গত ৩ আগস্ট’১৯ দিনব্যাপী “এসো গড়ি সুবজ চন্দনাইশ” ক্যাম্পেইন’র আওতায় ৬ষ্ঠ বারের মত চন্দনাইশ উপজেলার খাঁনদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়, ফাতেমা জিন্নাহ্ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় ও বরকল এস.জেড. উচ্চ বিদ্যালয়ে
বৃক্ষরোপন, বিতরণ ও পরিচর্যা কর্মসূচী অনুষ্ঠিত হয়।
চন্দনাইশ ছাত্র সমিতি’র প্রতিষ্ঠাতা ও এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী। চন্দনাইশ ছাত্র সমিতি’র সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন গিফারীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি মো: আবুল ফয়েজ, চন্দনাইশ পৌর মেয়র মাহাবুবুল আলম
খোকা, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আবু আহমেদ জুনু, কেন্দ্রীয় যুবলীগের উপ-কৃষি বিষয়ক সম্পাদক মীর মো: মহিউদ্দিন,চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শিবলী, চন্দনাইশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এড. কামেলা খানম রুপা, বরকল
এস.জেড. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আহমদ, খাঁনদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিল্টন বিকাশ দাশ, ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান আলী,
যুবনেতা আনসারুল হক, বরকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরমান উল্লাহ্, চন্দনাইশ ছাত্র সমিতি’র নেতৃবৃন্দ যথাক্রমে-আবদুল মন্নান হৃদয়, মো. নুরুল আলম, একেএম নাঈম উদ্দিন সায়েম, ইরফান সাদেক শুভ, জাহেদুল ইসলাম, কপিল চৌধুরী, তৌফিক আলম জোহাদী, মো: ইব্রাহিম, ইমরান উদ্দিন জয়, শাহাব উদ্দিন, সাজ্জাদ চৌধুরী, শামসুল আরেফিন, সানাউল্লাহ আরবিন, মিজানুর রহমান, আবুল কাশেম, কামরুল হাসান রিমন, শাহরিয়া আল রাফি, দিদার খান জয়, মো: ঈসমাইল, শিহাব উদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আসিফ, রাকিবুল হাসান মারুফ, আব্দুল হাফেজ,মিজানুর রহমান, কাজী নুর উদ্দিন, গিয়াস উদ্দিন, সেকান্দর ইসলাম, মো: হোসেন,
মো: মুরাদ, সাকিবউল্লাহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা ও প্রাকৃতিক ভারসাম্য সুরক্ষায় বৃক্ষরোপন ও পরিচর্যার বিকল্প নেই। নতুন প্রজন্মের ছাত্র ছাত্রীদেরকে পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি আবুল ফয়েজ বলেন, বৃক্ষ প্রকৃতির ভারসাম্যতা আনয়নের পাশাপাশি অর্থনৈতিক সম্পদ হিসেবেও পরিগণিত। পরিশেষে চন্দনাইশ ছাত্র সমিতি’র পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে প্রায় ৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়।