আজ ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
সাকিব আলম মামুন লংগদু, (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙ্গামাটির লংগদুতে ৫০ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি।
উক্ত অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইনুল আবেদীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, লংগদু থানা অফিসার ইনচার্জ আরিফুল আমিন ও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা।
এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান, লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরা, বায়তুশ শরফ মাদ্রাসা সুপার ফোরকান আহমেদ, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল করিম সহ লংগদু উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ ও সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।