আজ ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
চট্টগ্রামের চন্দনাইশে যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত হয়েছে। সকাল ১১টায় উপজেলার দোহাজারী পৌরসভা অডিটরিয়াম হলে এ অনুষ্টান পালিত হয়। রজতজয়ন্তী উপলক্ষে বিভিন্ন কর্মসুচীর মধ্যে ছিল আনন্দ র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল। উৎযাপন অনুষ্ঠানে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযুদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এই উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুগান্তরের উপজেলা প্রতিনিধি ও প্রেস ক্লাব সভাপতি আবিদুর রহমান বাবুল। প্রধান অতিথি ছিলেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ চাকমা। প্রধান অতিথি বলেন, সত্য সংবাদ প্রকাশে সততার উজ্জল দৃষ্টান্ত যুগান্তর। তিনি যুগান্তরের ভবিষ্যৎ সফলতা কামনা করেন। সাংবাদিক নুরুল আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দোহাজারী প্রেস ক্লাব সভাপতি নাছির উদ্দীন বাবলু, উপজেলা ঐক্য ফোরাম সভাপতি কমরু উদ্দীন, এল.ডি.পি নেতা জসীম উদ্দীন হায়দার, পৌরসভার ইঞ্জিনিয়ার নাঈম উদ্দীন, শিক্ষক সুশীল ভট্ট্যাচার্য প্রমুখ।
এতে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক যথাক্রমে, এমএহামিদ, সৈকত দাশ ইমন, কামরুল ইসলাম, ওমর ফারুক, হাজী মোহাম্মদ শহিদুল ইসলাম, আমিন উল্লাহ টিপু আরজু, মোহাম্মদ নজরুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।