আজ ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট (এএসপিআই) এর প্রথম ব্যাচের
শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ অক্টোবর) সকাল ১১ টায় আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের ম্যানেজিং কমিটির সদস্য নুরুল ইসলাম।
এতে উদ্বোধক ছিলেন আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের ম্যানেজিং কমিটির সদস্য নাফিজ ইসলাম, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে চন্দনাইশ আর্মি ক্যাম্পের মেজর মোঃ মেহেদী হাসান (এসজিপি, বিপিএমএস), লে: আনিকা আনান প্রমি, চন্দনাইশ উপজেলার একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন
আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আবদুল বাতেন।
আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের কো-অর্ডিনেটর আনিসুর রহমান ও ল্যাব এসিস্ট্যান্ট মৃনাল বড়ুয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক যথাক্রমে বিষ্ণুযশা চক্রবর্তী, জাফর আহমদ, মোঃ ইসহাক, মোঃ আবুল বশর, সমীর কুমার দে, মাওলানা মোঃ সিরাজ উদ্দীন আল-কাদেরী, সহকারী শিক্ষক লিখন কান্তি দাশ, কৃষ্ণ কান্তি ঘোষ, অভিভাবক আনিসুর রহমান, কম্পিউটার ট্রেডের ইন্সট্রাক্টর ফারিয়া আরফিন, ইলেকট্রিক্যাল ইন্সট্রাক্টর ইরফান উদ্দিন, শিক্ষক ইভানা আরফিন, শিক্ষক রাশেদা পারভিন, শিক্ষক নুসরাত জাহান, শিক্ষার্থী সাঈদ মাহবুব হামিম, শিক্ষার্থী সাদিয়া সুলতানা প্রিয়াসহ স্থানীয় সংবাদকর্মী, প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ।