আজ ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শ্রী বিপ্লব জলদাস
স্পর্শে হয়ে উঠি অপবিত্র
অথচ মন্দিরের প্রতিটি দরজায়,
ফাঁদ পেতে বসে থাকা
অজস্র কুৎসিত কামাতুর ছায়া।
একটুখানি সূযোগের অপেক্ষা মাত্র
তারপর সব ইতিহাস।
ক্ষিধের ক্ষিপ্ত তারনায় অস্তিত্ব যখন
ক্রমাগত লুপ্ত হয়ে যায়,
শুরু হয় একের পর এক অদৃশ্য মায়া।
এভাবেই চলতে থাকে দিন
দিনের পরে মাস মাসের পর বছর।
সময়ের সাথে সাথে পরিবর্তন হয়
কিছু রূপ কিছু স্বপ্ন।
কল্পনার রাজ্যে তৈরি হয় নতুন অনুচ্ছেদ,
সৃজনশীল ধারায় বইতে থাকে সময়ের স্রোত।