আজ ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
মো. এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)
চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় চার নেতার জেল হত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩রা নভেম্বর সকালে বটতলী স্টেশনস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মুহাম্মদ ফরিদ আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু।
উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, লোহাগাড়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুজিবুর রহমান, নাজমুল হাসান মিন্টু, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার,কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ দিদারুল আলম বাবুল, নুরুল হক কন্ট্রাক্টর, পল্লী চিকিৎসক মুহাম্মদ এমরান, চুনতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম চৌধুরী পল্টু,দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ, আমিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক মুহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী , যুগ্ন আহবায়ক মুহাম্মদ কামাল উদ্দিন,মুহাম্মদ জামাল হোসেন, চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চরম্বার দলীয় মনোনয়ন প্রত্যাশী মুুহাম্মদ আছহাব উদ্দিন, চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মুহাম্মদ মুসা কোম্পানী, আধুনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী আহমদ, দক্ষিণ জেলা তাঁতীলীগের সদস্য মুহাম্মদ আলিম উদ্দিন, লোহাগাড়া উপজেলা তাঁতীলীগের সদস্য মুহাম্মদ এনামুল হক এনাম।
সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর পর জাতীয় চারনেতাকে হত্যা করে দেশে সাম্প্রদায়িকতার বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বর কলঙ্কময় ও বেদনাবিধুর একটি দিন। রাষ্ট্রের হেফাজতে জেলখানায় জাতীয় চার নেতা হত্যার দিনটি সারাদেশে জেল হত্যা দিবস পালন করা হয়।
সভায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাঁতীলীগ, কৃষকলীগসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।