আজ ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
চন্দনাইশে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে শনিবার সকালে কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা ও জাতীয় সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন শেষে একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়টির হল রুমে এসে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রুপা থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার।
স্বাগত বক্তব্য রাখেন, সমবায় কর্মকর্তা আবু মুহাম্মদ হাবিবুল্লা, অনুষ্ঠান সঞ্চালনা করেন তথ্য সেবা কর্মকর্তা আকতার সানজিদা জাফর পপি। এসময় খাজা আজমীর অটো রিক্সা মালিক সমিতির সভাপতি আকতার হোসেন কে সমাজ সেবায় অবদান রাখায় সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।