আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
রাজীব চক্রবর্ত্তীঃ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার “ধর্মপুর ইউনিটি ক্লাব” কর্তৃক আয়োজিত ৫ম বারের মত ইফতার সামগ্রী ও চাউল বিতরণ কর্মসূচী – ২০১৯ ইং ধর্ম সম্পাদক হাফেজ মো. আবু তৈয়ব এর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক জাহেদুল ইসলাম জনির পরিচালনায় ১০ মে,শুক্রবার ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অত্র ক্লাবের সভাপতি শওকত হোসেন সৌরভ, সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম, সহ-সভাপতি রোকন উদ্দিন শিপন, ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান জিহান, জুনিয়র সদস্য মোহাম্মদ ফারুক, তানবীর হাসান, আরিফুজ্জামান তুষার, কামরুল হাসান রানা, হাবীবুল ইসলাম মোক্তার ও আনাছ কবির শিহাব। ক্লাবের সভাপতি শওকত হোসেন সৌরভ এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এবারে ৬৫ টি পরিবারকে ইফতার সামগ্রী ও চাউল তুলে দেন ক্লাবের সকল সদস্যবৃন্দ। ক্লাবের সদস্যদের পাশাপাশি যারা সহযোগিতা করছেন, যেমন: প্রবাসী, বড় ভাই ও ছোট ভাই,সকলকে ধর্মপুর ইউনিটি ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়। এরকম মহৎ একটা কাজ সফলভাবে সম্পন্ন করার জন্য যারা কথা দিয়ে ও আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভবিষ্যতে এরকম মানবিক ও মহৎ কাজে সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানান অত্র ক্লাবের সভাপতি শওকত হোসেন সৌরভ।