আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম):
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও রাউজানের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে রাউজান অচিরেই শান্তির জনপদে পরিণত হবে। সন্ত্রাসী, চাঁদাবাজদের ঠাঁই এই রাউজানের মাঠিতে হবেনা। যারাই রাউজানে অশান্তির পাঁয়তারা করবে সকলকে ঐব্যবদ্ধভাবে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে।
গত ১৮ আগস্ট দলের নেতা-কর্মীদের উপর বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকারের অনুসারীদের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ২০ আগস্ট মঙ্গলবার বিকেল ৫ ঘটিকায় দক্ষিণ রাউজানের নোয়াপাড়া পথেরহাটের ভারতশ্বরী প্লাজা চত্বরে দক্ষিণ রাউজান বিএনপি, যুবদল, ছাত্রদল আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য প্রদানকালে বক্তারা এ কথা বলেন।
উত্তর জেলা ছাত্রদলের যুগ্ন আহব্বায়ক ছোটন আজমের সঞ্চালনায় সমাবেশে প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক ফিরোজ আহম্মেদ।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা যুব দলের সহ-সভাপতি মোজাম্মেল, উত্তর জেলা যুবদলের সহ- সভাপতি সাবের সুলতান কাজল, উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম বাবুল,উত্তর জেলা নেতা নুর আলম, মোজাহের ইসলাম, নজরুল, উত্তর জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ন আহব্বায়ক রাসেল খান, উত্তর জেলা ছাত্রদলের সহ -সভাপতি তসলিম উদ্দিন, যুব দলের সিনিয়র সহ-সভাপতি জানে আলম বাদশা, যুব দল নেতা সেলিম,জানে আলম সিকদার, মৎসজীবী দলের সদস্য সচিব শুক্কুর, আনোয়ার, দিদারুল আলম, সেচ্ছাসেবক দল নেতা আলী সুমন, মো: মাহবুব, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক জাহেদুল আলম, ছাত্র নেতা ওমর কাইয়ুম,নিজাম চৌধুরী, লিমন চৌধুরী বাপ্পা, পারভেজ আলম,মো: পাভেল, সাইফু।
পথসভায় দক্ষিণ রাউজানের বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতা-কর্মীরা মিছিল সহকারে যোগ দেন। এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠে নোয়াপাড়া পথেরহাট চত্বর। পথসভা শেষে দলের নেতৃবৃন্দ সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ সম্পাদক নুরুল আলম নুরুর কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও জেয়ারতে অংশ নেন।