আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
মুহাম্মদ আরফাত হোসেন
নিজস্ব প্রতিনিধিঃ
______________
চট্টগ্রামের পটিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সাবাজার মহাসড়কের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। তার পরনে ছিল সাদা চেক লুঙ্গি ও সাদা পাঞ্জাবি । মুখে ছিল দাড়ি। তার মুখ থেকে হালকা রক্ত বের হচ্ছিল। মৃত্যু কীভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি ।
তিনি মহাসড়কের ইন্দ্রপুল এলাকায় রাস্তার পাশে পড়ে ছিলেন বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল জানা গেছে।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন গাড়ি চালক শুক্রবার সকালে ওই ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে জানিয়েছে পুলিশ ফাঁড়ি সূত্র।