আজ ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
আনোয়ারা প্রতিনিধি :আনোয়ারা উপজেলায় কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল থেকে উপজেলার মাদ্রাসা আরবিয়া খাইরিয়া প্রাঙ্গণে টিকা কার্যক্রম শুরু হয়। এতে প্রথম ধাপে প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফেরদৌস হোসেন, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ প্রকাশ কান্তি দত্ত, ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক আবরার সালেহ ও স্বাস্থ্য সহকারী মোঃ মিজান উদ্দীন প্রমুখ।
উপজেলার কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিনের আওতায় আনার উদ্যোগ নেন আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক আবরার সালেহ বলেন, করোনা ভাইরাস থেকে মাদ্রাসার শিক্ষার্থীদের সুরক্ষিত রেখে শিক্ষার পরিবেশ বজায় রাখতে জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগ করে এই টিকা প্রদান সুন্দরভাবে সম্পন্ন করার উদ্যেগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে উপজেলার কয়েকটি প্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়। আরও কয়েক ধাপে উপজেলার বাকী প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। কওমী মাদ্রাসার শিক্ষার্থীদেরকে টিকা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় ভূমিমন্ত্রীকে ফাউন্ডেশনের পক্ষে ধন্যবাদ