আজ ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড় প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে পঞ্চগড়ে শিশু ও স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে । অরাজনৈতিক পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলন পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে সবুজ আন্দোলন ছাত্র পরিষদের পক্ষ থেকে শিশু ও স্কুলের শিক্ষার্থীদের মাঝে এই গাছের চারা বিতরণ করা হয় । বৃহষ্পতিবার (১৭ই- মার্চ) পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে সামনে গাছের চারা বিতরণ করেন সবুজ আন্দোলন ছাত্র পরিষদ । শিশু ও স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ অধিদপ্তর পঞ্চগড়ের সহকারী পরিচালক জনাব মোঃ ইউসুফ আলী ।
এ সময় উপস্থিত ছিলেন, গবেষণাগাড় সহকারী পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় মোঃ মাহমুদুল হাসান, মোঃ শাহীন দপ্তর সম্পাদক সবুজ আন্দোলন ছাত্র পরিষদ পঞ্চগড় জেলা শাখা, মোঃ আবু সাইদ, মোঃ আলাউদ্দিন কার্যকরী সদস্য সবুজ আন্দোলন ছাত্র পরিষদ পঞ্চগড় জেলা শাখা, সভাপতিত্ব করেন জনাব মোঃ রাকিব হাসান সভাপতি সবুজ আন্দোলন ছাত্র পরিষদ পঞ্চগড় জেলা শাখা ।
এ বিষয়ে সবুজ আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম বলেন, জেলা প্রশাসন কতৃক আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা ২০২২ এর প্রবেশদ্বারে’র পাশে সবুজ আন্দোলনের অঙ্গ সংগঠন সবুজ আন্দোলন ছাত্র পরিষদের পক্ষ থেকে শিশুদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষ্যে পরিবেশবাদী সামাজিক সংগঠন হিসেবে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে ।
সবুজ আন্দোলন ছাত্র পরিষদের পঞ্চগড় জেলা সভাপতি মোঃ রাকিব হাসান বলেন, সবুজ আন্দোলন পঞ্চগড় জেলা কমিটির নির্দেশনা অনুযায়ী ছাত্র পরিষদের পক্ষ থেকে শিশুদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে । আমরা রাস্তার পাশে গাছের চারা নিয়ে দাঁড়িয়ে ছিলাম । রাস্তা দিয়ে চলাচল রত পথচারী বা যারা সুবর্ণ জয়ন্তী মেলা ২০২২ এ এসেছে এবং সাথে ১০ বছরের নিচে শিশু সন্তান ছিল মূলত তাদেরকেই গাছের চারা দেওয়া হয়েছে । শিশু ও অভিভাবকরা খুব আগ্রহের সাথে আমাদের কাছ থেকে গাছের চারা নিয়েছে । মোঃ সাইদুল ইসলাম নামে এক অভিভাবক বলেন, সন্তানকে সাথে নিয়ে জেলা প্রশাসন কতৃক আয়োজিত সুবর্ণজয়ন্তী মেলা ২০২২ ঘুরতে এসেছি । মেলা থেকে বের হওয়ার পর আমার ছেলেকে একটা গাছের চারা উপহার দিয়েছে সবুজ আন্দোলনে আন্দোলনের সদস্যরা । গাছের চারা পেয়ে সন্তান ও আমি অনেক খুশি হয়েছি । বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে তারা এই গাছের চারা আমার সন্তানকে উপহার দিয়েছে ।