আজ ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
সেমস গ্লোবাল ইউএসএ ও সেমস বাংলাদেশ যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী মেলা রাজধানী ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) তিন দিনব্যাপী ৪টি বৃহৎ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আরও বেশ কিছু আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
উক্ত মেলার ৪ টি হলের প্রদর্শনীতে ছিলো ইন্ড্রাস্ট্রিয়াল ইকুইপমেন্ট , ওয়াটার সলিউশন, ফুড এন্ড এগ্রো এবং মেডিকেল ইকুইপমেন্ট। ৪ নাম্বার হলের মেডিকেল ইকুইপমেন্ট এর পাশাপাশি ছিল প্রমিসেস মেডিকেল এর উদ্যোগে ফ্রী কাউন্সিলিং সেবা এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান। প্রমিসেস মেডিকেল লিমিটেড এর এই ব্যতিক্রমধর্মী আয়োজন টি ছিল মেলার অন্যতম প্রধান আকর্ষণ।
গত ১৩ অক্টোবর থেকে ১৫ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ৪ টি ভেনুতে চলে। এই সময় আন্তর্জাতিক মানের মাদকাসক্তি ও মানসিক রোগ নিরাময় কেন্দ্র প্রমিসেস মেডিকেল স্টোর ভিজিট করেন,প্রমিসেস মেডিকেল লিমিটেড এর চেয়ারম্যান মোহাম্মদ সোহেল খান। প্রফেসর ব্রিগেডিয়ার জেনাল এম কামরুল হাসান, কমবাইন্ড মিলিটারী হসপিটাল ঢাকা ( সাইক্রিয়াটিক ) ডাঃ এ কে এম খালেকুজ্জামান (সাইক্রিয়াটিক)ন্যাশনাল ইন্সটিটিউট সেন্টার হেলথ।কোহিনুর বেগম কাউন্সেলিং সাইকোলজিষ্ট, ডাঃ নুসরাত জাহান প্রমিসেস মেডিকেল লিমিটেড। রেজাউল করিম এডিকশন কাউন্সিলর, মুশফিকুর রহমান এডিকশন কাউন্সিলর।
এসময় মাদকাসক্তি ও মানসিক রোগ নিরাময় কেন্দ্র প্রমিসেস এর পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, এই মেলায় আমরা একমাত্র ব্যতিক্রম প্রতিষ্ঠান যা আমরাই একজন মাদকাসক্ত ব্যক্তি কে সুস্থ সবল সুন্দর ভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখায়। যাতে একজন মাদকাসক্ত ব্যক্তি সুন্দর জীবন যাপন করতে পারেন সেজন্য প্রথম কাজ চিকিৎসা করা।