আজ ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
  স্বেচ্ছাসেবী সংগঠন দক্ষিণ বৈলতলী সমাজ কল্যাণ পরিষদ এর কার্যকরী কমিটি গঠনঃ ইমন সভাপতি, মুরাদ সাধারণ সম্পাদক নির্বাচিত       পটিয়ায় গৃহ নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ       চন্দনাইশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিককে জয় করা লক্ষ্যে সাবেক ইউপি চেয়ারম্যানদের আলোচনা সভা       লোহাগাড়ায় কলেজ শিক্ষার্থী ওবায়দুল হকের মুক্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন       আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট হলেন চন্দনাইশের সন্তান এম.এ হাশেম রাজু       সাতকানিয়ায় বন্যায় আশ্রয়হীন পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ       আনোয়ারায় প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে ভূমিমন্ত্রী       ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (সা:) মাহফিল আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু, বাজেট সাড়ে ৪ কোটি টাকা       নৌকার বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করতে হবে: আইয়ুব আলী       আনোয়ারায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত    


কক্সবাজারের টেকনাফ উপজেলায় বৃহস্পতির(৩১ মে) দিবাগত রাত ১টার দিকে আইনশৃঙ্খলাবাহিনীর সাথে কথিত বন্দুকযুদ্ধে দেশের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী হাজী সাইফুল করিম হয়েছে। জানা গেছে, বন্দুকযুদ্ধে নিহত হাজী সাইফুল করিম(৪০) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত দ্বিতীয় শীর্ষ ইয়াবা ব্যবসায়ী। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ইয়াবা , আগ্নেয়াস্ত্র এবং গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

২০১৮ সালের ৪ মে মাদক বিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে ৩১মে পর্যন্ত র‍্যাব-বিজিবি-পুলিশের সঙ্গে ইয়াবা ব্যবসায়ীদের ‘বন্দুকযুদ্ধ’ এবং ইয়াবা ব্যবসায়ীদের ‘অন্তর্কোন্দলের’ কারণে কক্সবাজার জেলায় ১শ জনের অধিক নিহত হয়েছে। এর মধ্যে টেকনাফে নিহত হয়েছে ৯০ জন।

এদিকে কক্সবাজারের ইয়াবা ডন সিআইপি সাইফুল করিমের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে ইয়াবা কারবারে পৃষ্ঠপোষকতা দেওয়া প্রভাবশালীরা বিপাকে পড়েছেন। সাইফুল করিম দেশে ফিরে পুলিশি জিজ্ঞাসাবাদে অনেকের নামই ফাঁস করে দিয়েছেন।

তার মাথায় ছায়া হয়ে থাকা এসব ব্যক্তির মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসাধু কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাও রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাইফুল করিম ইয়াঙ্গুন থেকে দেশে ফেরার পর তাকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ সদর দপ্তরের একটি বিশেষ দল কক্সবাজার যায়। জিজ্ঞাসাবাদে সাইফুল দিয়েছেন চাঞ্চল্যকর ইয়াবা কানেকশনের তথ্য।

এমন প্রেক্ষাপটে প্রভাবশালীদের একটি সিন্ডিকেট সাইফুল করিমের মুখ বন্ধে সম্ভাব্য প্রক্রিয়া নিয়ে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। এ নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে ভুল ব্যাখ্যা দিয়ে এসব রাঘববোয়ালদের বাঁচানোর চেষ্টা করে সিন্ডিকেটটি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, টেকনাফে প্রথম দফায় ১০২ জন ইয়াবাকারবারি আত্মসমর্পণ করার পর থেকে সাইফুল করিম আত্মসমর্পণের জন্য যোগাযোগ করেন। দ্বিতীয় দফায় আত্মসমর্পণকারীদের মধ্যে সাইফুল করিমেরও নাম ছিল। কিন্তু বৃহস্পতিবারের বন্দুক যুদ্ধে সাইফুলের মৃত্যূ সে সুযোগ আর রইলনা। আর এর মাধ্যমে দেশের এক ইয়াবা সম্রাটেরও পতন হলো।

জানা যায়,গত শনিবার ইয়াঙ্গুন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন সাইফুল। পরে একটি গাড়িতে করে বিমানবন্দর ত্যাগ করেন।

পরে কঠোর গোপনীয়তায় তাকে বৃহস্পতিবার সড়কপথে কক্সবাজার নিয়ে যাওয়া হয়। এর পর তার পরিবার আত্মসমর্পণের জন্য কক্সবাজার পুলিশের হাতে তুলে দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাইফুল করিমের ইয়াবা ব্যবসার বিস্তৃত নেটওয়ার্ক ছড়ানো ছিল টেকনাফ থেকে চট্টগ্রাম পর্যন্ত।

ঘাটে ঘাটে মোটা অঙ্কের অর্থ দিতেন। বিনিময়ে তার সেইফ গার্ড হিসেবে কাজ করতেন ওইসব সুবিধাভোগী প্রভাবশালী। তবে কৌশলগত কারণে এ নিয়ে কথা বলতে চাইছেন না পুলিশ কর্মকর্তারা।

এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘সাইফুল করিম ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারলে ইয়াবা পরিস্থিতির সত্যিকারের উন্নতি হবে।’ সাইফুল করিমের এক ভাগ্নে বলেন, ‘তার সঙ্গে (সাইফুল করিম) আমাদের দেখা হয়েছে।

তিনি ইয়াবা ব্যবসা করে ঘৃণ্য অপরাধ করেছেন। আইন অনুযায়ী তার বিচার ও কঠোর শাস্তি হওয়া উচিত। তবে প্রভাবশালীদের বাঁচাতে ভিন্ন কিছু ঘটানো হলে সেটি ঠিক হবে না।’

কক্সবাজারের ইয়াবা ডন হিসেবে পরিচিত সাইফুল করিম স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন তালিকায় এক-দুই নম্বরে থাকা শীর্ষ ইয়াবাকারবারি সাইফুল করিম টাকার বিনিময়ে ব্যবসায়িক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তির (সিআইপি) তকমাও বাগিয়ে নেন।

মালিক বনে গেছেন শত শত কোটি টাকার। বলা হয়ে থাকে, সাইফুলের হাত ধরে বাংলাদেশে ইয়াবার প্রবেশ ঘটে। সাইফুল করিমের গ্রামের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানার ৮ নম্বর ওয়ার্ডের শিলবনিয়াপাড়ায়। ২০০৮ সাল থেকে তিনি ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন।

প্রসঙ্গত গত বছর ১৬ মে দেশব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযান শুরুর পর গা-ঢাকা দেন তিনি। আত্মগোপনের প্রায় ৯ মাস পর দেশে ফিরলেন সাইফুল করিম।

তার মাথায় ছায়া হয়ে থাকা এসব ব্যক্তির মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসাধু কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাও রয়েছেন





স্বেচ্ছাসেবী সংগঠন দক্ষিণ বৈলতলী সমাজ কল্যাণ পরিষদ এর কার্যকরী কমিটি গঠনঃ ইমন সভাপতি, মুরাদ সাধারণ সম্পাদক নির্বাচিত

পটিয়ায় গৃহ নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

চন্দনাইশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিককে জয় করা লক্ষ্যে সাবেক ইউপি চেয়ারম্যানদের আলোচনা সভা

লোহাগাড়ায় কলেজ শিক্ষার্থী ওবায়দুল হকের মুক্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট হলেন চন্দনাইশের সন্তান এম.এ হাশেম রাজু

সাতকানিয়ায় বন্যায় আশ্রয়হীন পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

আনোয়ারায় প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে ভূমিমন্ত্রী

১৯ দিনব্যাপী সীরতুন্নবী (সা:) মাহফিল আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু, বাজেট সাড়ে ৪ কোটি টাকা

নৌকার বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করতে হবে: আইয়ুব আলী

আনোয়ারায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম রাঙ্গুনিয়ার অধিবাসী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির ইবনে মোহাম্মদ

বাঁশখালীতে ১৪ বছরের মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে পালাক্রমে ধর্ষন- ৪ ধর্ষক গ্রেপ্তার

সাতকানিয়ার এসএসসি পরীক্ষার্থী জান্নাতুল ফেরদৌসকে বাঁচাতে এগিয়ে আসুন

বাশঁখালীতে এস.এস.সি পরীক্ষা কেন্দ্র থেকে ভুয়া শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় ১৫ টি ঘরে আগুন

আগামী ৩ মাসের বিদ্যুৎ, পানি ও গ্যাস বিল মওকুফের দাবী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের

দোহাজারী সাঙ্গু নদী থেকে আলম নামে এক যুবকের লাশ উদ্ধার

চন্দনাইশে এক গৃহবধুর রহস্য জনক মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হলেন সাংসদ নজরুল ইসলাম চৌধুরী

বাঁশখালীতে গণ ধর্ষণ মামলার প্রধান আসামি মজিদ বন্দুক যুদ্ধে নিহত