আজ ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার: মহেশখালী উপজেলার মাতারবাড়ী কে জি এন্ড নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কতৃক ৫১তম মহান বিজয় দিবস ২০২২ উদযাপন করা হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গৌরবান্বিত ৫৩তম মহান বিজয় দিবস ২০২২ এর আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি সেলিম উল্লাহ সেলিম কার্যনির্বাহী পরিষদ অত্র প্রতিষ্ঠান, পিটিএ সভাপতি আশেক মাহমুদ, আজম উদ্দিন, সরওয়ার কামাল, আবুল কালাম আজাদ, আবদুল রহিম সহ অন্যান্যরা৷
সভায় বক্তাগণ হাজার ১৯৪৭ সাল থেকে থেকে শুরু করে ১৯৭১ এর ১৬ ডিসেম্বর পর্যন্ত বঙ্গবন্ধু ,ভাষা আন্দোলন ও একুশে ফেব্রুয়ারি, ১৯৬২’র আন্দোলন , ১৯৬৬ সালের ৬ দফা , ১৯৬৯‘র গণঅভ্যুত্থান , ১৯৭০ এর নির্বাচন,৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ, ২৫ মার্চ রাতের পাকিস্তানিদের গণহত্যা,বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয়ে ধারাবাহিক আলোকপাত করেন।
এছাড়াও ১৬ ডিসেম্বর পাকিস্তানের সামরিক বাহিনীর পরাজয় ও মিত্র বাহিনীর সহযোগিতায় আমাদের মহান বিজয় অর্জিত হয়েছে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিষয়ে এরূপ আলোচনা করা হয়। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও দোয়া মাহফিলে মুনাজাতের মাধ্যমে শেষ হয়৷