আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জিহাদুল ইসলাম (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার (২২ জুন) দুপুর ১টার দিকে ফুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাদুল ইসলাম সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের পুরাননগর গ্রামের মো. জাকের আহম্মদের ছেলে এবং চট্টগ্রাম পলিটেকনিক কলেজের ইলিকট্রিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে দোহাজারী থেকে চট্টগ্রামগামী মোটরসাইকেলটি (চট্টমোট্টো-হ ১৭-১৭৫২) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী জিহাদুল ইসলাম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে এএসআই সবুজ চন্দ্র দের নেতৃত্বে একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায়। নিহতের লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। স্বজনদের কেউ থানায় এলে মোটরসাইকেল হস্তান্তর করা হবে।